৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

সায়মন শিল্পীগোষ্ঠীর দেশাত্ববোধক গানে উদ্বোধন হলো দিনব্যাপী ৩৬ জুলাই আয়োজনের

অনলাইন ডেস্ক: ঢাকা: সায়মন শিল্পী গোষ্ঠী কর্তৃক দেশাত্ববোধক গান পরিবেশনার মধ্য দিয়ে উদ্বোধন হলো গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার।‎মঙ্গলবার ৫ আগস্ট (৩৬ জুলাই) ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করার আয়োজনকে ঘিরে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে দিনব্যাপী রয়েছে বর্ণিল নানা আয়োজন। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের থেকে দেরিতে শুরু হয় এ আয়োজন।
জানা গেছে, সায়মন শিল্পীগোষ্টীর পর রয়েছে কলরব শিল্পীগোষ্ঠীর পরিবেশনা, এরপর নাহিদ হাসান গাইবেন। গান গাইবে তাশফী, এরপর দুপুরে নামাজের বিরতির পর থাকবে চিটাগাং হিপহপ হুড ও সেজানের পরিবেশনা। থাকবে ব্যান্ড ‘শূন্য’৷ এরপর ফ্যাসিস্ট-এর পলায়ন উদযাপন।
‎এরপর পরপর গান পরিবেশন করবেন সায়ান, ইথুন বাবু ও মৌসুমী, সোলস, বিকেল ৪ টায় ওয়ারফেজ। আছরের নামাজের পর বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে।
‎অন্যান্য পরিবেশনার মধ্যে রয়েছে- বিকাল সাড়ে ৫টায় বেসিক গিটার লার্নিং স্কুল, ৫ টা ৫০ এ এফ মাইনর, ৬ টা ১৫ পারশা, ৬ টা ৫০ এ মাগরিবের আজান ও নামাজের বিরতি, ৭ টায় এলিটা করিম। সাড়ে ৭টায় স্পেশাল ড্রোন ড্রামা৷ সর্বশেষ রাত ৮ টায় গান পরিবেশন করবে ব্যান্ড আর্টসেল। এছাড়াও মানিক মিয়া এভিনিউ জুড়ে দিনভর থাকছে উৎসবমুখর নানা আয়োজন। এসব অনুষ্ঠানমালা জনসাধারণ সবার জন্য উন্মুক্ত।
‎সরেজমিনে দেখা যায়, এ দিনটিকে ঘিরে ছিল সবার আনাগোনা। সময় যত গড়াতে থাকে ঢাকা এবং এর আশেপাশের এলাকা থেকে সবাই অনুষ্ঠানস্থলে আসতে শুরু করে। এসেছেন ঢাকার বাইরে চট্টগ্রাম, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লাসহ নানা প্রান্ত থেকে এখানে এসেছেন জুলাই ষোষণা শুনতে৷ নিজে উপস্থিত থেকে এ ষোষণার সাক্ষী হতে এতো কষ্ট করে ঢাকায় আসা, এমনটাই জানাচ্ছিলেন চট্টগ্রামের বাসিন্দা ইলিয়াস হোসেন।
‎ময়মনসিংহ থেকে নিজের একমাত্র মেয়েকে নিয়ে রাজধানীতে গতকাল রাতে এসেছেন ইফতেখার আহমেদ। তিনি বলেন, নতুন প্রজন্মের জন্যই নতুন এই বাংলাদেশ। তাই নতুন প্রজন্মের সাথে নিজের একাত্মতা ও নিজের সন্তানের মাঝে আজকের দিনের মর্মার্থ জাগিয়ে তোলার জন্য মেয়েকে সাথে করে নিয়ে আসা।

আরও পড়ুন