১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সাবেক কাউন্সিলর মামুনুর রশিদ মামুন আর নেই

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শুলকবহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, নগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং ওমরগণি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মামুনুর রশিদ মামুন আর নেই।শুক্রবার (১১ জুলাই) সকালে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ে চিকিৎসক বলে জানা গেছে।
মামুনুর রশিদ মামুন দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ছাত্রজীবনে তিনি ওমরগণি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন। এরপর নগর ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।পরে শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন।

আরও পড়ুন