অনলাইন ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (২ জুলাই) রাতে রাজধানীর লালমাটিয়া এলাকায় নিজ বাসা থেকে এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ জেলা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। গ্রেপ্তারের পর দুর্জয়কে মানিকগঞ্জে নেওয়া হয়েছে।
পুলিশ সূত্র জানায়, দুর্জয়ের বিরুদ্ধে রয়েছে হত্যা, দুর্নীতি ও আর্থিক অনিয়মসহ একাধিক মামলা।চলতি বছরের ২১ জানুয়ারি, দুর্নীতির একটি মামলায় ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত তার মালিকানাধীন ২,৫২৩ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট, জমি এবং তিনটি গাড়ি জব্দের নির্দেশ দেন।একইসঙ্গে ১২টি ব্যাংক হিসাব জব্দ করার আদেশও দেওয়া হয়।
নাইমুর রহমান দুর্জয় ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগ থেকে টানা দুইবার মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। খেলোয়াড়ি জীবনে তিনি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক এবং পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
