বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী থানা এলাকার বঙ্গোপসাগর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে তাৎক্ষণিক তার নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল নয়টার দিকে উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী বেড়িবাঁধ এলাকা সংলগ্ন সাগর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে খুদুকখালী বেড়িবাঁধ সংলগ্ন বঙ্গোপসাগরে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। বিষয়টি বাঁশখালী থানায় জানালে পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। তবে স্থানীয়রা জানিয়েছেন,মরদেহটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এরপর সুরতহাল প্রতিবেদন তৈরি, পরিচয় শনাক্তকরণ ও এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
