২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সাইফপুত্রের সঙ্গে প্রেমের গুঞ্জনে সিলমোহর দিলেন নায়িকা?

বিনোদন ডেস্ক : বলিউডে বহুদিন ধরেই চর্চায় সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান ও অভিনেত্রী পলক তিওয়ারির নাম। প্রায় আড়াই বছর ধরে তাঁদের প্রেমের গুঞ্জন ঘুরে বেড়ালেও, এতদিন প্রকাশ্যে কিছুই স্বীকার করেননি দুজনের কেউই। তবে সাম্প্রতিক এক ঘটনায় সেই গুঞ্জনে যেন নতুন করে সিলমোহর পড়ল।এর আগেও একাধিকবার ইব্রাহিম ও পলককে আলাদা আলাদা জায়গায় ছুটি কাটানোর ছবি শেয়ার করতে দেখা গেছে।মজার বিষয়, ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড মিলিয়ে দেখে নেটাগরিকরা বহুবারই দাবি করেছেন—দুজন একসঙ্গেই ঘুরতে গিয়েছিলেন, যদিও পোস্ট করেছেন আলাদা করে। তবে এবার আর লুকোচুরি নয়।থার্টি ফার্স্ট নাইট উদযাপনের জন্য এই প্রথম ইব্রাহিম ও পলক একসঙ্গে ছুটিতে বেরোলেন। মুম্বাই বিমানবন্দরে তাদের একসঙ্গে চেক-ইন করতে দেখা যায়।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, দুজন একসঙ্গেই বিমানবন্দরে পৌঁছচ্ছেন।ভিডিওতে পাপারাজ্জিদের সামনে প্রথমে এগিয়ে যেতে দেখা যায় ইব্রাহিমকে। পেছনে মাস্ক পরে আসছিলেন পলক। নিরাপত্তা চেকিংয়ের সময় ইব্রাহিমকে পলকের জন্য অপেক্ষা করতেও দেখা যায়।এরপর দুজনেই একসঙ্গে গেটে পরিচয়পত্র ও টিকিট দেখিয়ে ভেতরে প্রবেশ করেন। এতদিন গোপনীয়তা বজায় রাখলেও এই প্রথম প্রকাশ্যে একসঙ্গে কোথাও যেতে দেখা গেল তাঁদের।প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই ইব্রাহিম-পলকের সম্পর্ক নিয়ে নানা জল্পনা চললেও তাঁরা কখনো প্রকাশ্যে সে বিষয়ে মুখ খোলেননি। পলক বরাবরই এই সম্পর্ককে বন্ধুত্ব বলেই ব্যাখ্যা করে এসেছেন। তবে তাঁদের ঘনিষ্ঠ মহলের একাংশের দাবি, দুজনের সম্পর্ক বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে অনেক আগেই এগিয়েছে।
সম্প্রতি পলককে ইব্রাহিমের দিদি সারা আলি খানের সঙ্গেও একটি ডেটে দেখা গেছে, যা এই গুঞ্জনকে আরো জোরালো করেছে। এর আগেও একাধিকবার তাঁদের একসঙ্গে গাড়িতে দেখা গিয়েছিল।
কাজের দিক থেকে, ইব্রাহিম আলি খান গত বছর নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ছবি ‘নাদানিয়ান’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন খুশি কাপুর। অন্যদিকে পলক তিওয়ারি বলিউডে পা রাখেন সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মাধ্যমে।এখন প্রশ্ন একটাই—এই বিমানবন্দরের মুহূর্ত কি ইব্রাহিম-পলকের প্রেমের গুঞ্জনে শেষ পর্যন্ত আনুষ্ঠানিক স্বীকৃতির ইঙ্গিত? সময়ই দেবে তার উত্তর।

আরও পড়ুন