অনলাইন ডেস্ক: অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিন ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।তবে ৫ অগাস্ট নিয়ে সরকার সতর্ক অবস্থানে আছে বলেও মন্তব্য করেছেন তিনি।
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে কথা বলছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।তিনি বলেন, “আমরা সতর্ক আছি, নিরাপত্তার আশঙ্কা নেই। সকলের সহযোগিতায় সব ধরনের অনুষ্ঠান ও কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশা করি। আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ওই সময় যে রকম ছিল সেটার উন্নতি হয়েছে কি হয়নি এটা আপনারা (সাংবাদিক) ভাল বলতে পারবেন।”গেল বছরের ৫ অগাস্ট সরকার পতনের পর ৮ অগাস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার।
সরকার পতনের বর্ষপূর্তির দিন মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিকাল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এ উপলক্ষে মানিক মিয়া এভিনিউজুড়ে থাকছে দিনভর আয়োজন।
সরকারের বিশেষ অভিযান নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “পুরো দেশব্যাপী বিশেষ যে অভিযান চলতেছে যা নির্বাচন পর্যন্ত চলবে। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।”
এছাড়া খোয়া হওয়া অস্ত্র উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। জাহাঙ্গীর আলম চৌধুরী বলে, “অস্বীকার করার উপায় নেই যে আমাদের যে পরিমাণ হাতিয়ার চলে গেছে আমরা তো সব উদ্ধার করতে পারিনি। এগুলো উদ্ধার করার জন্য চেষ্টা সব সময় আছে।”এ সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কিশোর অপরাধ প্রবণতা দেখা যাচ্ছে মন্তব্য করে পরিবারের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর তাগিদ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “মব সহিংসতা আগের থেকে কমেছে এবং আস্তে আস্তে আরো কমে যাবে। মবের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না।”সচিবালয়ের ওই ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ উপস্থিত ছিলেন।
