২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সমাবেশে ‘ধানের শীষ’ সাজে নজর কাড়লেন ২ কর্মী

অনলাইন ডেস্ক: বিএনপির জনসমাবেশে সবার নজর কেড়েছেন কৃষক দলের দুই কর্মী। মাথা থেকে পা পর্যন্ত ধানের শীষ দিয়ে সাজানো এই দুই কর্মীকে দূর থেকেও চেনা যাচ্ছিল।রবিবার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত জনসমাবেশে তাদের ব্যতিক্রমী এই উপস্থিতিতে নেতাকর্মী ও সাধারণ মানুষ উৎসাহিত হয়ে ছবি এবং সেলফি তুলতে ভিড় করেছেন। সমাবেশের সময় তাদের দিকে লক্ষ্য রেখে কেউ কেউ অনবরত স্লোগান দিয়েছেন, ‘লাগারে লাগা, ধান লাগা।’তারা হলেন— চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নেপাল চন্দ্র দাশ ও সাইদুল ইসলাম। মীরসরাই উপজেলা কৃষক দলের সহসভাপতি তৌহিদ্দোজা সাংবাদিকদের বলেন, ধানের শীষ প্রতীকের প্রতি গভীর ভালোবাসা থেকেই তারা এভাবে নিজেদের সাজিয়েছেন। বিএনপির প্রতিটি বড় কর্মসূচিতেই এই দুজনকে এমন ভিন্ন আঙ্গিকে অংশ নিতে দেখা যায়।
দীর্ঘ দুই দশক পর দলের চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামে আগমন এবং জনসমাবেশকে কেন্দ্র করে নগরীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই পায়ে হেঁটে বা মিছিলে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। সমাবেশের জায়গা ও আশপাশ ছেয়ে গেছে ব্যানার ও ফেস্টুনে।সাতকানিয়া থেকে আসা দলীয় কর্মী আমির হোসেন বলেন, তারেক রহমানকে চট্টগ্রামে সামনে থেকে দেখার অপেক্ষায় ছিলাম বহু বছর। আজ সেই অপেক্ষা শেষ হচ্ছে।এদিকে জনসমাবেশ উপলক্ষ্যে চট্টগ্রাম নগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি পুরো এলাকাকে তিন স্তরের নিরাপত্তা বলয়ে (রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন) ভাগ করা হয়েছে।

আরও পড়ুন