২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সবাইকে গণভোটের জন্য তাগিদ দিতে হবে : শফিকুর রহমান

অনলাইন ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সবাইকে গণভোটের জন্য তাগিদ দিতে হবে। আমরাও সবাই গণভোট দেব এবং সবাইকে গণভোট দিতে বলব। এ জন্য সবার ঘরে ঘরে যেতে হবে।’শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ সবাইকে নিয়ে সরকার গঠন করব। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা দেশকে এগিয়ে নিতে চাই। জাতি-ধর্ম-নির্বিশেষে সবার প্রতি ইনসাফ কায়েম করা হবে। বিচারব্যবস্থায় ইনসাফ কায়েম হলে দেশের উন্নতি ত্বরান্বিত হবে।’
জামায়াত আমির বলেন, ‘সিরাজগঞ্জ জেলায় একসময় তাঁতশিল্পের ঐতিহ্য ছিল। বর্তমানে বাজারের অভাবে তাঁতশিল্প বন্ধ হয়ে গেছে। এভাবে তাঁত ও কুটির শিল্প বন্ধ হলে বেকার সংখ্যা আরো বাড়বে। আমরা সরকার গঠন করতে পারলে তাঁতশিল্পের উন্নতি করা হবে।’
দুগ্ধশিল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘দুধের সঠিক মূল্য না পেয়ে এ অঞ্চলের খামারিরা দুধ রাস্তায় ফেলে দেয়। এটা সরকারের প্রতি খামারিদের উপহাস। আমরা ক্ষমতায় গেলে দুধ আর ঢাকায় নিতে হবে না। এ অঞ্চলেই দুধ আধুনিক প্রক্রিয়াজাতকরণ করে সারা দেশে সরবরাহ করা হবে।’নদীভাঙন প্রসঙ্গে ড. শফিকুর রহমান বলেন, ‘আমরা ক্ষমতায় গেলে বাঁধ নির্মাণ করব না।নদীশাসনের জন্য আমরা নদী ড্রেজিংয়ের মাধ্যমে নদীর নাব্যতা ফেরানো হবে। এতে নদীতীর ভাঙন থেকে রক্ষা পাবে।’দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশে-বিদেশে যেসব দুর্নীতিবাজ অর্থ ও সম্পদ পাচার করেছে, সেসব অর্থ ও সম্পদ ফিরে আনা হবে। বড় দু-একটা দুর্নীতিবাজ ধরলেই দেশ দুর্নীতিমুক্ত হয়ে যাবে। এতেই বাংলাদেশ সেই ইবনে বতুতার যুগে ফিরে যাবে।’নারীদের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘১০ দল ক্ষমতায় গেলে মা-বোনদের সঙ্গে নিয়ে দেশের উন্নয়ন করা হবে। মেয়েরা মায়ের মর্যাদা পাবেন।’অপরাধ কমানো প্রসঙ্গে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, ‘আমরা ক্ষমতায় গেলে তিনটি বিষয়ের ওপর দিয়ে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করব। তাহলেই দেশের অরাধপ্রবণতা ৯০ ভাগ কমে যাবে।’শিল্পের উন্নয়ন প্রসঙ্গে জামায়াত আমির ড. শফিকুর রহমান বলেন, ‘সিরাজগঞ্জ শিল্পের উন্নয়নে পিছিয়ে রয়েছে। আমরা দায়িত্ব পেলে প্রথম শিল্পের উন্নয়নে নজর দেওয়া হবে। কেউ রডের জায়গায় বাঁশের ব্যবহার করতে পারবে না।’
স্বাস্থ্য খাতের উন্নতি প্রসঙ্গে তিনি বলেন, ‘এই জেলায় মাত্র একটি সরকারি মেডিক্যাল কলেজ রয়েছে। যা চাহিদার তুলনায় অপ্রতুল। আমরা ক্ষমতায় গেলে মানসম্মত স্বাস্থ্যনীতির মাধ্যমে স্বাস্থ্য খাতে উন্নতি করব।’জেলা জামায়াতের আমির ও সিরাজগঞ্জ-১ আসনের এমপি প্রার্থী মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ-৩ (তাড়াশ ও রায়গঞ্জ) আসনের ১০ দলীয় জোট মনোনীত খেলাফত মজলিসের এমপি প্রার্থী মুফতি এনায়েতুল্লাহ আব্দুর রউফ, সিরাজগঞ্জ-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলী আলম ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের এনসিপি মনোনীত ১০ দলীয় জোটের প্রার্থী এস এম সাইফ মোস্তফিজ ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন