২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সংঘাত ছাড়াই দখলমুক্ত নিউমার্কেট এলাকার ফুটপাত

নিজস্ব প্রতিবেদক: অবশেষে কোন ধরনের সংঘাত ছাড়াই দখলমুক্ত হয়েছে কোতোয়ালী থানাধীন নিউমার্কেট এলাকার ফুটপাত। আর সেই ফুটপাতে স্বাচ্ছন্দ্যে হাঁটতে পেরে খুশি পথচারীরা। রোববার অফিসমুখী মানুষ নিউমার্কেটের সড়ক ও ফুটপাত হকারমুক্ত দেখে অবাক হয়ে যান। কেউ কেউ বিশ্বাসই করতে পারেননি প্রথম দেখাতে।
রিয়াজউদ্দীন বাজার এলাকার এক দোকানি বলেন, হকার থাকার কারণে ক্রেতারা আমাদের দোকানের সাইনবোর্ড দেখতে পাননি। আমরাও দোকানে ঢুকলে সড়ক দেখতে পায়নি। এখন আমরা দোকান থেকে ক্রেতা আকর্ষণ করতে পারব।
স্থানীয়রা জানান, হকারদের কারণে এখানে হাঁটাই যেতো না। গাড়ি চলাচলের রাস্তা ছিল খুব সরু। যার কারণে প্রায়ই লেগে থাকত যানজট। সময়মতো গন্তব্যে পৌঁছানো ছিল দুষ্কর। এই হকার উচ্ছেদে আগেও অনেকবার পদক্ষেপ নেয়া হয়েছিল। সেসময় পুলিশের সাথে তাদের সংঘর্ষও দেখেছি। কয়েকদিন ঠিক থাকলেও পরে আবার আগের জায়গায় ফিরে যেত।
চসিকের একজন কর্মকর্তা জানান, মাননীয় মেয়রের নির্দেশে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা হয়েছে। হকার নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। বিকেল থেকে রাত পর্যন্ত একটা নির্দিষ্ট সময় হকাররা শৃঙ্খলার মধ্যে পণ্য বিক্রি করতে পারবেন। মেয়র মহোদয় ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন।

আরও পড়ুন