১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে গণহত্যার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।সোমবার ট্রাইব্যুনালের প্রসিকিউশন দপ্তরে এ প্রতিবেদন দাখিল করা হয় বলে জানিয়েছেন কৌঁসুলি এম এইচ তামিম।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের চেষ্টায় ‘গণহত্যার’ অভিযোগে গত ১৭ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরেক গণহত্যার অভিযোগে একইদিন আরও ৪৫ জনের বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়।
সোমবার যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে, তাতে শেখ হাসিনার মামলায় আরও দুজনের নাম রয়েছে। তারা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন।একাত্তরে যুদ্ধাপরাধের বিচারের জন্য ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুবনাল গঠন করেছিল আওয়ামী লীগ সরকার। এখন ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের চালানো দমন পীড়নকে ‘গণহত্যা’ বিবেচনা করে এ আদালতে বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

আরও পড়ুন