অনলাইন ডেস্ক: নেত্রকোণা সদর উপজেলায় শিশুকে দলবেঁধে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচণার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক সোমবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নূরুল কবীর রুবেল জানান।মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ঠাকুরাকোণা এলাকার বাসিন্দা অপু, মামুন ও সুলতান।২০১৭ সনের ৩ সেপ্টেম্বর দরিদ্র পরিবারের ১৪ বছরের শিশুটিকে দলবেঁধে ধর্ষণ করা হয়। পরদিন শিশুটির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।আসামিরা প্রভাবশালী হওয়ায় বিষয়টি ধামাচাপা দেওয়া এবং হুমকি দেওয়া হয়েছিল বলে মামলায় বলা হয়েছে।
