২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

শিশু ধর্ষণ, আত্মহত্যায় প্ররোচণার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক: নেত্রকোণা সদর উপজেলায় শিশুকে দলবেঁধে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচণার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক সোমবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নূরুল কবীর রুবেল জানান।মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ঠাকুরাকোণা এলাকার বাসিন্দা অপু, মামুন ও সুলতান।২০১৭ সনের ৩ সেপ্টেম্বর দরিদ্র পরিবারের ১৪ বছরের শিশুটিকে দলবেঁধে ধর্ষণ করা হয়। পরদিন শিশুটির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।আসামিরা প্রভাবশালী হওয়ায় বিষয়টি ধামাচাপা দেওয়া এবং হুমকি দেওয়া হয়েছিল বলে মামলায় বলা হয়েছে।

আরও পড়ুন