নিজস্ব প্রতিবেদক: স্বাধীন বাংলাবেতার কেন্দ্রের অকুতোভয় কণ্ঠশিল্পী মুক্তিযোদ্ধা সুজিত রায়ের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁকে স্মরন করে তারই সন্তান সৌরভ রায়(জন) এর “বাবা তুমি কোথায়…শিরোনামে একটি গান প্রকাশিত হতে যাচ্ছে। শুক্রবার মোমিন রোডস্থ একটি রেস্টেুরেন্টে গানের এলবামের মোড়ক উন্মোচন এবং শব্দসৈনিক সুজিত রায়ের স্মৃতিচারনমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গানটি শব্দচয়ন এবং সুর করেছেন সংগীতপরিচালক তাপস চৌধুরী,সংগীত পরিচালনায় নিখিলেশ বড়ুয়া।
এ সময় উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, কামরুল হাসান বাদল, জনপ্রিয় সংগীতশিল্পী ও চট্টগ্রাম মঞ্চসংগীত শিল্পী সংস্থার সভাপতি আলাউদ্দিন তাহের,সংগীতশিল্পী কায়সার উল আলম, রঞ্জন চৌধুরী, সৃজন রায়, সংগীত পরিচালক সব্যসাচী রনি, প্রিতম আচার্য, প্রতায় বড়ুয়া অভিসহ প্রকাশিত গানটির সাথে জড়িত সকল শিল্পী ও কলাকুশলীরা। গানটি আগামী ২২ অক্টোবর শিল্পী সৌরভ রায়(জন) এর নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হবে।