ক্রীড়া ডেস্ক: সিলেটের পিচ ব্যাটিং সহায়ক হবে ভেবেই টসে জিতে প্রতিপক্ষকে বোলিংয়ে পাঠিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারছেন না বাংলাদেশের ব্যাটাররা। প্রথম সেশনে দুই উইকেট হারানোর পর দ্বিতীয় সেশনের শুরুতেই অধিনায়ক শান্তকে হারিয়েছে বাংলাদেশ। এতে স্কোরবোর্ডে ১০০ রান ওঠার আগেই ৩ উইকেট হারিয়ে কিছুটা বিপাকে বাংলাদেশ দল। এখন পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ১২২ রান তুলেছে বাংলাদেশ।
সকালে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার। জিম্বাবুয়ের পেসারদের হেসেখেলেই সামলেছেন জয়-সাদমান জুটি। এই জুটি এগিয়ে যাচ্ছি হাফ সেঞ্চুরির দিকে।তবে দুই ওভার ও এক রানের ব্যবধানে জোড়া আঘাত হানেন ভিক্টর নুয়াচি। ৯ম ওভারের চতুর্থ বলে ১২ রান করা সাদমানকে ফিরিয়ে প্রথম ধাক্কা দেন তিনি, বেনেটের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। নিজের পরের ওভারে চতুর্থ বলে ১৪ রান করা জয়কে ফিরিয়ে বাংলাদেশকে অস্বস্তি ফেলেছেন তিনি। জয় আউট হয়েছেন মায়াভোর তালে তালুবন্দি হয়ে। ৩১ রানে প্রথম ও ৩২ রানে দ্বিতীয় উইকেট হারিয়ে তখন বেশ চাপে বাংলাদেশ।
লাঞ্চের আগ পর্যন্ত অবশ্য এই ধাক্কাটা সামলে নিয়েছিলেন শান্ত-মোমিনুল জুটি। বিরতির আগে আর বিপদ হতে দেননি তারা। এই জুটি লাঞ্চ পর্যন্ত দলের স্কোর নিয়ে গেছে ৮৪ রানে। ২ উইকেটে ৮৪ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ। শান্ত অপরাজিত ছিলেন ৩০ রানে, মোমিনুল করেছেন ২১ রান।
বিরতির পর নিজের ইনিংসটা আর বড় করতে পারেননি শান্ত। ৪০ রান করে শান্ত আউট হয়েছেন মুজারাবানির বলে মাধিভেরের হাতে ক্যাচ দিয়ে। শান্ত ফিরলে ভাঙে ৬৬ রানের জুটি।
শান্ত ফিরলেও ক্রিজে অবিচল আছেন মোমিনুল, এখন পর্যন্ত ৪৬ রানে অপরাজিত আছেন তিনি। ক্রিজে তার সঙ্গী হিসেবে আছেন মুশফিকুর রহিম, তিনি করেছেন ২ রান।
