লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। নিহত ট্রাক চালক মো. আরমান (৪০) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পেয়ার ইসলামের ছেলে।দুর্ঘটনায় তিনজন আহত হন বলে জানিয়েছে পুলিশ।শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আমিরাবাদের পুরাতন বিওসি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কক্সবাজারমুখী ট্রাকের সঙ্গে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসের সংঘর্ষে গুরুতর আহত চালককে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক রুহুল আমিন জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাকচালকের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
