১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

লোহাগাড়ায় শিশু শিক্ষার্থীকে অপহরণের পর নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে ১০ বছর বয়সী এক ছাত্রকে অপহরণ করে হোটেলে নিয়ে শারীরিক নিপীড়নের অভিযোগ উঠেছে। ঘটনার পর দ্রুত অভিযান চালিয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার এবং অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার শিক্ষকের নাম মো. বেলাল উদ্দিন (৩০)। তিনি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের শীলখালী সবুজ পাড়া (নাপিতের চিতা গ্রাম) এলাকার বাসিন্দা। স্থানীয় এক মাদ্রাসার শিক্ষক এবং এক সন্তানের জনক।
পুলিশ জানায়, শুক্রবার (১১ জুলাই) দুপুর ১টা ১৫ মিনিটে লোহাগাড়ার একটি মাদ্রাসা থেকে শিক্ষার্থীটিকে অপহরণ করেন বেলাল উদ্দিন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। এর পর রাতেই অভিযান চালিয়ে কক্সবাজারের চকরিয়া পৌরসভার একটি হোটেল থেকে শিশুটিকে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে লোহাগাড়া থানার একটি টিম।
ভিকটিমের প্রাথমিক জবানবন্দি অনুযায়ী, তাকে অপহরণের পর শারীরিকভাবে নিপীড়ন করা হয়েছে। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, ‘ঘটনার পরপরই আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিই। শিশুটিকে নিরাপদে উদ্ধার এবং অভিযুক্তকে আটক করা হয়েছে। পরিবার থেকে দায়ের করা অভিযোগের ভিত্তিতে অপহরণ ও শিশু নির্যাতন আইনে মামলা রুজু হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

আরও পড়ুন