লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ভয়াবহ দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৫ জুলাই) উপজেলার শিকদার দিঘীর পূর্বপাড়ে বিকেলে এই দুর্ঘটনা ঘটে।এর মধ্যে একজন সাতকানিয়ার বারদোনার মৌলভী পাড়া এলাকার ছিদ্দিক আহমদের ছেলে মুহাম্মদ মামুন, আরকেজন জহির উদ্দীন (৩০) বলে জানা গেছে। তাৎক্ষণিক অন্যজনের নামপরিচয় জানা যায়নি।বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান। তিনি বলেন, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন ঘটনাস্থলেই মারা গেছেন।
