লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে ৬ জুয়াড়িকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত পোনে ৩ টার সময় হারুনর রশিদ রাসুর মালিকানাধীন গ্যারেজে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মজিদের পাড়ার মৃত খায়ের আহমদের পুত্র জসিম (৪৫), চুনতি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আদর্শ পাড়ার মৃত মোহাম্মদ আলীর পুত্র এনামুল হক (৩৩), একই ইউনিয়নের ৪নং ওয়ার্ড নলবুনিয়া এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র মোহাম্মদ হাফেজ (৪৫), কলাউজান ইউনিয়নের ৩নং ওয়ার্ড আদার চর এলাকার চিত্ত রঞ্জন সিকদারের পুত্র প্রমিদ কান্তি সিকদার (৫০), লোহাগাড়া সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড জমিদার পাড়ার মৃত সিকান্দর আলীর পুত্র হারুনর রশি দ(৬৩) ও উপজেলার চুনতি ইউনিয়নের ১নং ওয়ার্ডের মিরিখিল এলাকার মৃত মোহাম্মদ ইলিয়াছের পুত্র মোহাম্মদ আলম (২৩)। পেশায় তারা সকলেই গাড়ি চালক। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম- ১ শত ১৫ পিচ তাস ও ৬ হাজার ১শত টাকা উদ্ধার করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নির্দেশনায় থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার আধুনগর প্যারাগন কমিউনিটি সেন্টারের বিপরীতে ড্রাম ট্রাক গ্যারেজ এলাকায় মৎস্যজীবী লীগ নেতা হারুনর রশিদ রাসুর’র মালিকানাধীন গ্যারেজে অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৬ জুয়াড়িকে আটক করা হয়, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। লোহাগাড়ার যে কোন এলাকায় রাত বারোটার পরে আড্ডারত কাউকে পাওয়া গেলে আইনের আওতায় আনা হবে, বারোটার পর কোন টার্ফের বাতি জ্বালানো যাবেনা।
