১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

লোহাগাড়ায় এনসিপির হঠাৎ অবরোধ, মহাসড়কে যানজট

লোহাগাড়া প্রতিনিধি;চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে হঠাৎ সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টা থেকে ৬টা পর্যন্ত বটতলি মোটর স্টেশনের সামনে এই ‘প্রতীকী’ অবরোধ হয়। এদিকে এনসিপির পক্ষ থেকে অবরোধের কোনো দাবি জানানো হয়নি। তবে স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় নানা অনিয়ম, দুর্নীতি ও নাগরিক হয়রানির প্রতিবাদ জানাতে এই কর্মসূচি পালন করেছে দলটি।
এনসিপি লোহাগাড়া শাখার প্রধান সমন্বয়কারী মো. জহির উদ্দিনের নেতৃত্বে ছাত্র প্রতিনিধিসহ স্থানীয় নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।প্রায় ৩০ মিনিট ধরে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এতে যাত্রী ও পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
অবরোধ চলাকালীন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান ঘটনাস্থলে এসে এনসিপি নেতাদের সঙ্গে আলোচনা করে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান। প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে নেতাকর্মীরা অবরোধ তুলে নিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
এ সময় এনসিপি নেতা মো. জহির উদ্দিন বলেন, ‘গণমানুষের অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে এই প্রতীকী অবরোধ করা হয়েছে। প্রশাসনের আশ্বাসে আপাতত আমরা কর্মসূচি স্থগিত করেছি, তবে দাবি আদায় না হলে আবারও কর্মসূচি দেওয়া হবে।’

আরও পড়ুন