নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের হালিশহরে ১২ ছিনতাইকারীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে ১২টি মোবাইল ও ছিনতাই কাজে ব্যবহৃত চারটি টিপ ছোরাও পাওয়া গেছে। বড়পোল থেকে তাদের আটক করা হয়। শনিবার (২ আগস্ট) একদিন পর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিএমপি।আটকরা হলেন, মো. তুষার (৩০), মোহাম্মদ আরিফ (২৭), মো. নজরুল আহাম্মদ সাগর (২৫), মো. রিপন প্রকাশ হৃদয় (২৮), মো. আরিফ (২৩), আবুদুর রহমান রানা (২৮), মো. দেলোয়ার মিয়া (৩২), মো. বাবু (২৫), মো. রনি (৩০), মো. ওমর ফারুক (২২), মো. নাজিম (২৬) ও মো. জসীম উদ্দিন (২৪)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এদের মধ্যে চক্রের মূলহোতা মো. তুষারের বিরুদ্ধে ১০টির অধিক মামলা রয়েছে। তিনি এর আগেও অস্ত্র, ছিনতাই, দস্যুতা ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে একাধিকবার গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে ডবলমুরিং, কোতোয়ালী ও সদরঘাট থানায় অন্তত ১০টির বেশি মামলা চলমান রয়েছে। অন্যান্য আসামীদের বিরুদ্ধেও রয়েছে একাধিক মামলা।
আটক ব্যক্তিরা সংঘবদ্ধভাবে যাত্রীবাহী বাসে উঠে জটলা সৃষ্টি করে। জটলার মধ্যে সুযোগ বুঝে টার্গেট ব্যক্তির মোবাইল ছিনিয়ে নেয় অথবা কৌশলে ফোন নিয়ে নিজেদের গ্রুপের সদস্যদের মধ্যে লুকিয়ে ফেলে। এছাড়াও যে কোন পথচারীকে সুযোগ বুঝে পথরোধ করে হত্যার ভয় দেখিয়ে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
