২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

লোকজ গানের আড্ডা ২০ জানুয়ারি

খবর বিজ্ঞপ্তি: লোকজ সংস্কৃতির প্রবাহমান ধারাকে চিরায়তভাবে বজায় রাখার জন্য আগামী ২০ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার ৬ টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট গ্যালারি হলে ‘মাটির ঘ্রাণে-সুরের টানে’ সুর মিলাবো লোকগানে এই শ্লোগানে সুরের ঝংকারের আয়োজনে এক দ্বৈত লোকজ গানের আড্ডা অনুষ্ঠিত হবে। এতে সংগীত পরিবেশন করবেন শিল্পী শহীদুল ইসলাম ও অজুফা আক্তার সাথী। উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য সুরের ঝংকারের পরিচালক মোহাম্মদ তাজউদ্দিন আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন