নিজস্ব প্রতিবেদক: লায়ন্স ক্লাব অফ চিটাগাং লিবার্টি’র উদ্যোগে, লায়ন্স ডিজেবিলিটি কেয়ার এর সার্বিক ব্যবস্থাপনা এবং তত্ত্বাবধানে দুই দিনব্যাপী ফ্রী সার্জারী ক্যাম্প সম্পন্ন হয়েছে। ইসলামী ব্যাংক হাসপাতালে ফ্রী সার্জারী ক্যাম্পে ৩০ জন ঠোঁটকাটা, তালুকাটা শিশুকে ফ্রী সার্জারী করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিবার্টি ক্লাবের প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ শরিফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন লায়ন জেলার রিজিওন চেয়ারপার্সন লায়ন্স ডিজেবিলিটি কেয়ারের ডিরেক্টর ও কো-অরডিনেটর লায়ন কাজী আলী আকবর জাসেদ। উপস্থিত ছিলেন, জোন চেয়ারপার্সন লায়ন নুর মোহাম্মদ মানিক, কনসার্ন জোন চেয়ারপার্সন লায়ন কাজী আশেক ই ওয়াহেদ, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন ডা. মো ফরহাদুল হক, ডিরেক্টর লায়ন মোহাম্মদ জাফর উদ্দিন, লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর প্রেসিডেন্ট লায়ন ইকবাল হোসেন সুমন, ক্লাব সদস্য ইকবাল হুসাইন, লায়ন্স ডিজেবিলিটি কেয়ারের কাজী সায়মা, আরমান কবীর চোধুরী প্রমুখ। সার্জারি করেন ঢাকা থেকে আগত প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ্জামান ও তার টীম।
