ক্রীড়া ডেস্ক: লক্ষ্য ছিল ২০৪ রানের, সেটা সংগ্রহ করতে গিয়ে মাত্র ২৭ রানেই থেমে গেল ক্যারিবীয়দের ইনিংস! যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন স্কোরে অলআউট হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন লজ্জাজনক পারফরম্যান্সে হতাশা ঝরেছে অধিনায়ক রোস্টন চেজের কণ্ঠেও, যিনি এই সিরিজ দিয়েই পেয়েছিলেন অধিনায়কত্বের নতুন দায়িত্ব।জ্যামাইকার সাবিনা পার্কে অনুষ্ঠিত এই ম্যাচে ক্যারিবীয়দের এমন ধস ছিল রীতিমতো হৃদয়বিদারক ও বিব্রতকর। চেজ নিজেই ম্যাচ শেষে পারফরম্যান্সকে এভাবেই ব্যাখ্যা করেন।সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের সঙ্গে এই ম্যাচটি যে স্মরণীয় হয়ে থাকবে, সেটা সম্ভবত ওয়েস্ট ইন্ডিজের জন্য লজ্জার কারণে।
১৪.৩ ওভারেই ২৭ রানে গুটিয়ে যাওয়া এই ইনিংসে সাতজন ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। প্রথম ছয় ব্যাটার মিলে করেছেন মাত্র ৬ রান—যা টেস্ট ইতিহাসে কোনো ইনিংসে টপঅর্ডারের সম্মিলিত সর্বনিম্ন রান।
মিচেল স্টার্ক মাত্র ৯ রান খরচায় নিয়েছেন ৬ উইকেট, যার মধ্যে প্রথম ওভারেই ছিল তিনটি। সঙ্গে ছিলেন ইতিহাস গড়া স্কট বোল্যান্ড, যিনি টেস্ট ইতিহাসের দশম বোলার হিসেবে হ্যাটট্রিক করেন (২ রানে ৩ উইকেট)। বাকি একটি উইকেট নিয়েছেন জশ হ্যাজলউড।এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ব্যর্থতার দৃষ্টান্ত আরও একাধিক। তাদের দ্বিতীয় ইনিংসের ১৪.৩ ওভার টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন। দক্ষিণ আফ্রিকা ১৯২৪ সালে ১২.৩ ওভার, আর শ্রীলঙ্কা ২০২৩ সালে ১৩.৫ ওভারে অলআউট হয়েছিল।
ম্যাচে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছিল ২২৫ রান, ওয়েস্ট ইন্ডিজ ১৪৩। দ্বিতীয় ইনিংসে অজিরা গুটিয়ে যায় ১২১ রানে। তবু লিড ধরে রেখে লক্ষ্য দাঁড়ায় ২০৪ রান—যার বিপরীতে ক্যারিবীয়দের সংগ্রহ মাত্র ২৭!
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ইতিহাসে এর আগে সর্বনিম্ন ৪৭ রানে অলআউট হয়েছিল, সেটাও এই সাবিনা পার্কেই। এবার তার চেয়েও ২০ রান কমে থেমে গেল তারা। শুধু জাস্টিন গ্রিভস (১১ রান) ছিলেন একমাত্র ব্যাটার, যিনি দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন।
