১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

রোহিঙ্গা যুবকের ব্যাগে মিলল ১ লাখ ২০ হাজার ইয়াবা

উখিয়া প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় অভিযান চালিয়ে এক লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২১ জুন) ভোরে উপজেলার ঘুমধুমের জামালের ঘের এলাকায় এ অভিযান পরিচালিত হয়।আটক যুবকের নাম মো. শহিদ (১৯)। তিনি কক্সবাজারের উখিয়ার বালুখালী এফডিএমএন ক্যাম্প-০৮ (ইস্ট) এলাকার বাসিন্দা হোসেন আহমেদের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির বিজিবি সদস্যরা জামালের ঘের সীমান্ত এলাকায় ওত পেতে থাকেন। এক পর্যায়ে একজন যুবককে একটি ব্যাগ হাতে সীমান্ত পেরোতে দেখে তাকে চ্যালেঞ্জ করেন বিজিবি সদস্যরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে ব্যাগসহ তাকে আটক করা হয়।পরে ব্যাগ তল্লাশি করে এক লাখ ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, আটক রোহিঙ্গা যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন