২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে হতাহত ২০ লাখের পথে: গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধে রাশিয়া ও ইউক্রেন মিলিয়ে নিহত, আহত ও নিখোঁজ সেনার সংখ্যা চলতি বসন্তের মধ্যেই প্রায় ২০ লাখে পৌঁছাতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস)।মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত প্রায় ১২ লাখ রুশ এবং ৬ লাখ ইউক্রেনীয় সেনা নিহত, আহত বা নিখোঁজ হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা নির্ধারণ কঠিন, কারণ রাশিয়া হতাহতের তথ্য কম দেখায় এবং ইউক্রেন আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করে না।গবেষণায় দেখা গেছে, বিপুল হতাহতের পরও ইউক্রেনে রাশিয়ার অগ্রগতি খুবই ধীর। চলতি বছরের জানুয়ারি থেকে তারা মাত্র ১.৫ শতাংশ ভূখণ্ড দখল করেছে এবং বর্তমানে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে।ড্রোনের ব্যাপক ব্যবহারের কারণে যুদ্ধকৌশলে পরিবর্তন এসেছে। রাশিয়া বড় সাঁজোয়া বহরের বদলে ছোট দলে অনুপ্রবেশ কৌশল নিচ্ছে, আর ইউক্রেন ড্রোন দিয়ে রুশ সেনাদের গতিবিধি নজরদারি করছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় ৩ লাখ ২৫ হাজার রুশ সেনা নিহত হয়েছে—যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো বড় শক্তির জন্য নজিরবিহীন। অন্যদিকে ইউক্রেনের নিহত সেনার সংখ্যা ১ লাখ থেকে ১ লাখ ৪০ হাজার বলে ধারণা করা হচ্ছে।
গবেষণায় আরও উল্লেখ করা হয়, যুদ্ধ রাশিয়ার অর্থনীতির ওপরও বড় চাপ তৈরি করেছে এবং সামরিক ও অর্থনৈতিক দিক থেকে দেশটি একটি বড় শক্তি হিসেবে ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।

আরও পড়ুন