২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

রাশিয়ার ফার ইস্টে ৪৯ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার ফার ইস্টে ৪৯ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী আন-২৪ উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।বৃহস্পতিবার সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্সের ওই উড়োজাহাজটি গন্তব্যে পৌঁছানোর কিছুক্ষণ আগে রাডারের স্ক্রিন থেকে গায়েব হয়ে যায়। এরপরই অনুসন্ধান ও উদ্ধার অভিযানে নামে জরুরি পরিষেবা সংস্থাগুলো।উড়োজাহাজটি ব্লাগোভেশচেনস্ক থেকে টিন্ডা যাচ্ছিল বলে আরটির এক প্রতিবেদনে বলা হয়েছে।জরুরি পরিষেবা সংস্থাগুলো জানিয়েছে, গন্তব্য থেকে ১৫ কিলোমিটার দূরে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। অনুসন্ধান অভিযানে মোতায়েন করা একটি হেলিকপ্টার থেকে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ ও আগুনের চিহ্ন দেখা গেছে।উদ্ধারকর্মীরা এখন বিধ্বস্ত উড়োজাহাজটির দিকে যাচ্ছেন।হতাহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে এ দুর্ঘটনায় কারও বাঁচার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।উড়োজাহাজটিতে ৫ শিশুসহ ৪৩ যাত্রী ও ৬ ক্রু ছিলেন বলে আমুর অঞ্চলের গভর্নর ভাসিলি অরলভ আগেই জানিয়েছিলেন।যেখানে উড়োজাহাজটি ‘রাডার থেকে হারিয়ে যায়’ সেটি রাশিয়ার তাইগা বনভূমি অঞ্চলে পড়েছে।টিন্ডা শহরটি আমুর অঞ্চলের অন্তর্গত, এই অঞ্চল চীনের সীমান্তলাগোয়া, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।১৯৫০ এর দশকে নির্মিত আন্তোনভ আন-২৪ উড়োজাহাজ সাধারণত যাত্রী ও মালামাল পরিবহনে ব্যবহৃত হয়। এখন পর্যন্ত এই মডেলের হাজারের বেশি উড়োজাহাজ তৈরি হয়েছে।রাশিয়ায় এখন সীমিত পরিসরে বাণিজ্যিকভাবে এই ধরনের উড়োজাহাজ ব্যবহৃত হয়ে বলে জানিয়েছে আরটি।বৃহস্পতিবার নিখোঁজ উড়োজাহাজটি পরিচালনা করছিল আঙ্গারা এয়ারলাইন্স, এ সংস্থাটি মূলত রাশিয়ার সুদূর পূর্বাঞ্চল ও পূর্ব সাইবেরিয়াজুড়ে যাত্রীবাহী বিমান চালায়।

 

আরও পড়ুন