টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীকুল পুরাতন রাখাইন বৌদ্ধ বিহার থেকে এক বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নিহত ভিক্ষুর নাম থুই নু মং মারমা (ধর্মীয় নাম কিমা চারা, বয়স ২২)। তিনি রাঙামাটির কাউখালী উপজেলার দাপুয়া গ্রামের মং শিপ্রু মারমার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, থুই নু মং মারমা দীর্ঘদিন ধরে উক্ত বিহারে বসবাস করছিলেন। সকালে স্থানীয়রা বিহারের একটি কক্ষে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং পরে পুলিশকে খবর দেন।
রামু থানার ওসি (তদন্ত) মো. ফরিদ বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে। তবে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে। পরিবারের মতামতের ভিত্তিতে মরদেহ প্রাথমিকভাবে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে।’
ঘটনাটি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।





