কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামুতে দিনদুপুরে ডাকাতিকালে এলাকাবাসীর গণপিটুনিতে আবদুল মান্নান (৩০) নামে ডাকাতদলের এক সদস্য নিহত হয়েছে। রোববার কম্বনিয়া এলাকার রশিদ আহম্মেদের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত আবদুল মান্নান একই এলাকার মোঃ হোছন আলীর ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার অফিসার ইনচার্জ তৈয়বুর রহমান।
ভুক্তভোগীদের বরাত দিয়ে ওসি জানান, রশিদ আহমদের বাড়িতে ঢুকে ডাকাতি চেষ্টাকালে তার মেয়ে সাবিনা ইয়াসমিন চিৎকার করে এলাকাবাসী সাহায্য চান। এসময় এলাকার সর্বস্তরের লোকজন এগিয়ে যায় এবং ডাকাতিতে অভিযুক্ত আবদুল মান্নানকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন তিনি।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মোহাম্মদ হোছন আলীর ও তার ছেলেরা মিলে দিনদুপুরে মহাসড়ক ও পার্শ্ববর্তী এলাকায় ডাকাতি করে আসছিল। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত ২৮ জুন তাদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসী কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরোধ করেন।পরে প্রশাসন তাদের গ্রেফতারের আশ্বাস দিলে এলাকাবাসী সড়ক অবরোধ তুলে নেয়। এরপরও ওই অভিযুক্তদের দৌরাত্ম্য থামেনি। এর অংশ হিসেবে আজ সকালে দিনদুপুরে রশিদ আহমদের বাড়িতে ডাকাতি করতে যায়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান বলেন, নিহত মান্নান একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে রামু থানায় ধর্ষণ ও ডাকাতির ডজনখানেক মামলা রয়েছে। তার পরিবারের অন্যান্য সদস্যারাও এ কাজে জড়িত। ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এদিকে তার মৃত্যুতে এলাকায় স্বস্তি ফিরেছে। তাদের অন্যান্য সহযোগীদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন এলাকাবাসী।
