আন্তর্জাতিক ডেস্ক: রাজস্থান সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পাকিস্তান সেনাবাহিনীর এক সদস্যকে আটক করেছে। শনিবার (৩ মে) পাক রেঞ্জার্সের ওই সদস্যকে আটক করে বিএসএফের রাজস্থান ফ্রন্টিয়ারের হেফাজতে রাখা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন করায় ওই সেনাকে আটক করা হয়। এর পর নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি ছুড়েছে পাক বাহিনী। পাক রেঞ্জার্সের ওই সদস্যের পরিচয় প্রকাশ করা হয়নি। এ নিয়ে টানা ১০ দিনের মতো পাকিস্তান ও ভারতের সেনাবাহিনীর মধ্যে পাল্টা গুলি বিনিময় হলো।
এর আগে গত ২৩ এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর সীমান্তে দায়িত্ব পালন করার সময় পাকিস্তানের সেনাবাহিনীর হাতে আটক হন বিএসএফের ২৪ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পূর্ণম। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, ভুল করে পাকিস্তান সীমান্ত অতিক্রম করে একটি গাছের তলায় বিশ্রাম নেওয়ার সময় পাক রেঞ্জার্স পূর্ণমকে আটক করে।
ধারণা করা হচ্ছে, পাল্টা পদক্ষেপ হিসেবে পাক রেঞ্জার্সের এক ওই সদস্যকে আটক করেছে বিএসএফ। গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় দেশ দুইটির মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। এর পর থেকেই একে অপরের বিরুদ্ধে শক্তি প্রদর্শন হিসেবে পাল্টাপাল্টি ব্যবস্থা নিয়েছে দেশ দুইটি। তার ধারাবাহিকতায় ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চালিয়েছে দুদেশের বাহিনী ।
