৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজধানীতে বিএনপির র‌্যালি বাতিল : জনদুর্ভোগ বিবেচনায় 

অনলাইন ডেস্ক:বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে পূর্বঘোষিত মঙ্গলবারের র‌্যালি কর্মসূচি বাতিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জনদুর্ভোগের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সোমবার দুপুরে সাংবাদিকদের জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় যে র‌্যালি আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল, তা বাতিল করা হয়েছে। এর পরিবর্তে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচির আওতায় নগরীর নর্দমা, খাল, পুকুর ও নালা পরিষ্কার অভিযান কর্মসূচি নেওয়া হয়েছে। বিএনপির নেতা-কর্মীরাই এই কাজ করবেন।রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা জনগণের কষ্ট বাড়াতে চাই না। রাজধানীতে প্রতিদিনই যানজট ও ভোগান্তি রয়েছে। তাই জনগণের দুর্ভোগ এড়াতে এবার র‌্যালি না করে বিকল্প কর্মসূচি নেওয়া হয়েছে।

আরও পড়ুন