২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

রাঙামাটির পাহাড় ধসে বন্ধ সড়ক, বিপাকে সাজেকের পর্যটকরা

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-বাঘাইহাট সড়কের তিনটি স্থানে পাহাড় ধস হয়েছে। ফলে সাজেকের সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে সাজেক পর্যটন কেন্দ্রে অন্তত চার শতাধিক পর্যটক আটকা পড়েছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে ভারী বৃষ্টির ফলে নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকায় পাহাড়ের ধসের এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে সড়ক পরিষ্কারে ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী একসঙ্গে কাজ করছে। সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, সড়কের তিনটি জায়গায় পাহাড় ধসে পড়েছে। বড় বড় পাথর, গাছপালা সড়কে পড়ে আছে। স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহযোগিতায় মাটি সরানোর কাজ করছেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, পাহাড় ধসের কারণে সড়কের তিনটি স্থানে মাটি পড়ে রয়েছে। উদ্ধার কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আরও এক ঘণ্টার মতো সময় লাগবে।

আরও পড়ুন