৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

যৌন নির্যাতন মামলায় খালাস পেলেন জনপ্রিয় অভিনেতা

বিনোদন ডেস্ক : ২০১৭ সালের বহুল আলোচিত অভিনেত্রী অপহরণ ও যৌন নির্যাতন মামলায় খালাস পেলেন জনপ্রিয় মালয়ালম অভিনেতা দিলীপ। দীর্ঘ ৯ বছরের প্রতীক্ষার পর আদালত প্রধান অভিযুক্ত পালসার সুনিসহ মোট ছয়জনকে দোষী সাব্যস্ত করেছেন। তবে অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন অভিনেতা। এর্নাকুলামের প্রিন্সিপাল জেলা ও দায়রা আদালতের বিচারক হানি এম ভার্গিস গতকাল সোমবার এ রায় ঘোষণা করেন। আদালত জানান, অভিযোগ প্রমাণিত না হওয়ায় অষ্টম অভিযুক্ত দিলীপকে খালাস দেওয়া হয়েছে।
অন্যদিকে, সুনীল কুমার ওরফে পালসার সুনি, মার্টিন অ্যান্টনি, মাণিকন্দন বি, ভিজিশ ভিপি, সেলিম এইচ ও প্রদীপ—এই ছয়জনকে দোষী ঘোষণা করা হয়েছে। তাদের বিরুদ্ধে ধর্ষণ, শ্লীলতাহানি, অপহরণ, অপরাধমূলক ষড়যন্ত্রসহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ প্রমাণিত হয়েছে। দোষী ব্যক্তিদের সাজা ঘোষণা করা হবে ১২ ডিসেম্বর।
এর আগে ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি, কেরালার কোচিতে এক শীর্ষস্থানীয় মালয়ালম অভিনেত্রীর গাড়ির মধ্যেই প্রায় দুই ঘণ্টা ধরে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্ত ঘিরে শুরু হয় রাজনৈতিক, আইনি ও চলচ্চিত্র জগতের অন্যতম বিতর্কিত অধ্যায়। তদন্তে উঠে আসে যে এটি শুধু একটি অপরাধ নয়, বরং অভিনেত্রীকে অপমান ও ভয় দেখানোর উদ্দেশ্যে একটি পরিকল্পিত আক্রমণ। সেখানে নাম আসে দিলীপের, তবে আদালত বলেছেন, প্রসিকিউশন অভিযোগ প্রমাণের মতো যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করতে পারেনি।সূত্র: বিবিসি

আরও পড়ুন