২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে বিমান বিধ্বস্ত

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লং বিচে এক ছোট আকারের বিমান একটি পার্কের ফুটবল মাঠে জরুরি অবতরণ করে বিধ্বস্ত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম আইউইটনেস নিউজের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে কারসন স্ট্রিট ও ক্লার্ক অ্যাভিনিউয়ের সংযোগস্থলের কাছে হার্টওয়েল পার্কে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই দমকলকর্মী ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। এক ভিডিওতে দেখা গেছে, একক ইঞ্জিনবিশিষ্ট দুই আসনের ছোট বিমানটি মাঠের মাঝখানে পড়ে আছে।দুর্ঘটনার কারণ বা আরোহীদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।এ বিষয়ে মন্তব্যের জন্য স্থানীয় সংবাদমাধ্যম ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) সঙ্গে সংবাদমাধ্যম এবিসি নিউজ যোগাযোগ করলে, মার্কিন সরকারের শাটডাউনের কবলে সংস্থাটি বন্ধ থাকায় স্বয়ংক্রিয় বার্তা পাঠিয়েছে।

আরও পড়ুন