অনলাইন ডেস্ক: ঠাকুরগাঁও সদর উপজেলায় ডিজেলচালিত থ্রি-হুইলারে বাসের ধাক্কায় বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে।মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ভূল্লী থানার খোশবাজার এলাকার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ভূল্লী থানার ওসি সাইফুল ইসলাম সরকার জানান।নিহতরা হলেন, পোস্টঅফিস পাড়ার আবু হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৫২) ও তার মেয়ে বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী রুবাইয়া খাতুন (১৫)।ওসি সাইফুল বলেন, মঙ্গলবার সকালে আশরাফুল ইসলাম তার মেয়ে রুবাইয়াকে বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার জন্য পাগলু গাড়ি নামে পরিচিত ডিজেলচালিত থ্রি-হুইলারে করে রওনা হন।
“পথে গাড়িটি ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে ওঠা মাত্র পেছন থেকে আসা পঞ্চগড়গামী একটি মিনিবাস ওই গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আশরাফুল ইসলামের মৃত্যু হয় এবং ও রুবাইয়া গুরুতর আহত হয়।“স্থানীয়রা আহত অবস্থায় রুবাইয়াকে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।”
ওসি আরও বলেন, “একই ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু। সত্যিই হৃদয়বিদারক একটি ঘটনা। ঘটনার পরপরই বাসটির চালক ও হেলপার গাড়ি রেখে পালিয়ে গেছে। ”ঘটনাস্থল থেকে বাসটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি এবং চালক ও হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
