অনলাইন ডেস্ক : ঢাকা জাতীয় স্টেডিয়ামে গিয়েছিলেন জাতীয় দলের দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও মিরাজ। স্টেডিয়াম থেকে বের হতেই তাদের দেখা যায় রিকশায় উঠছেন। খুবই সাধারণ বেশে এই দুই ক্রিকেটার মুখে মাস্ক লাগিয়ে রিকশায় চড়ে বসেন। এরপর দুজন এসে নামেন মেট্রো স্টেশনে।সিঁড়ি বেয়ে দুজনই মেট্রো স্টেশনের প্ল্যাটফরমে চলে আসেন। তাদের সঙ্গে দুই একজন বিসিবির সহযোগীকেও দেখা যায়।খুবই সাধারণ বেশে মুশফিক ও মিরাজকে মেট্রোতে চড়ে বসতে দেখা যায়। মুখে মাস্ক থাকায় অনেকেই তাদের চিনতে পারেননি।তবে সবাই যে একাবেরি চিনতে পারেননি তা নয়, যারা চিনতে পেরেছেন তারা মুশফিক ও মিরাজের কাছ থেকে অটোগ্রাফ নিতে ভুল করেননি।এরপর দুজনই এসে মিরপুর ১০ নম্বর স্টেশনে নামেন। সেখান থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আসেন।গাড়ি থাকতে তারা কেন গণপরিবহন বেছে নিলেন? এই প্রশ্নের উত্তর না পাওয়া গেলেও সাধারণেরা মনে করছেন যানজট এড়াতে মুশফিক ও মিরাজ যাতায়াতের এই পদ্ধতি বেছে নিয়েছেন।
