২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মেক্সিকোতে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর উত্তরাঞ্চলের সোনোরা প্রদেশে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ১১ জন। শনিবার (১ নভেম্বর) প্রদেশটির গভর্নর আলফোনসো দুরাসোর বরাতে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।গভর্নর দুরাসো এক ভিডিও বার্তায় বলেন, ‘এ পর্যন্ত পাওয়া তথ্যে ২৩ জন নিহত হয়েছেন এবং ১১ জন আহত হয়ে হেরমোসিলোর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।দুর্ভাগ্যজনকভাবে নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে।’
মেক্সিকান রেড ক্রসের সভাপতি কার্লোস ফ্রেনারের বরাত দিয়ে স্থানীয় রেডিও স্টেশন উনিরাদিও সোনোরা জানায়, নিহতদের মধ্যে ১২ জন নারী, ৫ জন পুরুষ, ৬ শিশু রয়েছে।আগুনের ঘটনাটি ঘটেছে হেরমোসিলো শহরের ওয়ালডোস নামের একটি চেইন দোকানের শাখায়। কিভাবে আগুন লাগে, তা এখনো স্পষ্ট নয়।তবে সোনোরা প্রাদেশিক জননিরাপত্তা দপ্তর জানিয়েছে, ঘটনাটি কোনো নাশকতা বা হামলার কারণে ঘটেনি।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবম নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি স্বরাষ্ট্রমন্ত্রী রোসা ইসেলা রদ্রিগেজকে নির্দেশ দিয়েছি, তিনি যেন দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবার ও আহতদের সহায়তায় একটি বিশেষ দল পাঠান।’স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন