অনলাইন ডেস্ক: মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন আমেনা বেগম (৩২) এবং তার মেয়ে মরিয়ম (৮)। ঘটনা ঘটেছে সোমবার সকালে। নিহত আমেনা বেগমের স্বামী মিজান মিয়া। তারা স্থানীয় নুরুজ্জামান সরকারের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। স্থানীয়রা জানান, চার মাস আগে পরিবারটি ওই বাসা ভাড়া নিয়েছিল।
স্থানীয়রা দুপুর ১২টার দিকে বাসায় গিয়ে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে খুললে ভেতরে মা ও মেয়ের মরদেহ দেখতে পান। খবর পেয়ে সিরাজদীখান থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ ওসি মো. আব্দুল হান্নান জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহকে হত্যাকাণ্ডের কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে।





