৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের উপদেষ্টা হলেন মনিরুল ইসলাম ইউসুফ

অনলাইন ডেস্ক: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রাম শাখার নতুন উপদেষ্টা পরিষদ ও ১৫ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি গঠিত হয়েছে। এ কমিটির উপদেষ্টা মনোনীত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম ইউসুফ।সোমবার (৪ আগস্ট) চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ফরিদা খানম এ কমিটির অনুমোদন দেন।মনিরুল ইসলাম ইউসুফ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।কমিটিতে সভাপতি হয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদত হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদ আবুল হাশেম বক্কর।
বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল আলম মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন এবং মসিউল আলম স্বপনকে কমিটির সহ-সভাপতি করা হয়েছে।
যুগ্ম সম্পাদক করা হয়েছে এমদাদুল হক বাদশাকে।এছাড়াও উপদেষ্টা পরিষদে বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বশর, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ, নিয়াজ মোহাম্মদ খান এবং দিদারুল আলম লাবু উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন।
১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্য নির্বাহী সদস্যরা হলেন— মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি, সৈয়দ মোহাম্মদ তানসীর, আবু মোশাররফ হোসেন রাসেল, মোহাম্মদ হাসান, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, জিয়াউল হক মিন্টু, আমিন উল্লাহ, মোহাম্মদ জসিম উদ্দিন ও মোহাম্মদ রাইসুল ইসলাম।

আরও পড়ুন