মীরসরাই প্রতিনিধি: মীরসরাই উপজেলার আবুতোরাব বাজারে সরকারি খাল সংস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে বাংলাদেশ জাতীয়বাদী কৃষকদল মীরসরাই উপজেলা শাখার আয়োজনে ও এলাকাবাসী ও সচেতন নাগরিক ফোরাম এর সহযোগীতা মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৪ মে ) সকালে আবুতোরাব বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করা হয়।
বাংলাদেশ জাতীয়বাদী কৃষকদল মীরসরাই উপজেলা শাখার আহবায়ক আশরাফ উদ্দিনের সভাপতিত্বে, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক হেলাল উদ্দিনের সঞ্চানালয়ে প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর। মানববন্ধনে উপস্থিত হয়ে আরো বক্তব্য রাখেন খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আবু দাউদ, আবুতোরাব কৈলাশগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক শিপন ভূঁইয়া, কৃষকদল নেতা নুরুল গনি, সামাজিক সংগঠন হিতকরী’র প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রয়েল, প্রাক্তন শিক্ষার্থী পরিষদ প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রধান সমন্বয়ক সাহেদ আহসান, সাবেক ছাত্রনেতা নিজামুদ্দিন তৌহিদসহ প্রমুখ।মানববন্ধনে বক্তারা বলেন, গোভনীয় খাল আবুতোরাব খাল সংস্কার অনেকটায় শেষের পথে কিন্তু প্রভাবশালী ব্যক্তি ও ব্যবসায়ীরা খালের উপর অবৈধ স্থাপনা গড়ে তুলেছে। এতে করে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাচ্ছে এবং কৃষিকাজেও প্রভাব পড়ছে। খুব শীঘ্রই খাল সংস্কার ও অবৈধ স্থাপনা অপসারণের কার্যকর উদ্যোগ গ্রহণের জোর দাবি জানান।
