মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই ট্র্যাজেডির ১৪তম বার্ষিকীতে ভয়াবহ সেই দুর্ঘটনায় নিহত ৪৫ জনকে শ্রদ্ধাভরে স্মরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।শুক্রবার (১১ জুলাই) সকালে মিরসরাইয়ের আবুতোরাব এলাকায় অবস্থিত স্মৃতিস্তম্ভ ‘আবেগ’ ও ‘অন্তিম’-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা, মঘাদিয়া ও মায়ানী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। পরে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান, মুসা মিয়া চেয়ারম্যান, উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আশরাফ উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরী, উপজেলা যুবদল নেতা এসএম সুমন, মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাখাওয়াত হোসেন রিপন, মায়ানী ইউনিয়ন যুবদল নেতা মুসলিম উদ্দিন প্রমুখ।
প্রসঙ্গত, ২০১১ সালের ১১ জুলাই মিরসরাই স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শেষে বিজয়োল্লাসে মাতোয়ারা হয়ে শিক্ষার্থীরা একটি মিনিট্রাকে করে আবুতোরাবে ফিরছিল। পথে সৈদালী এলাকায় ট্রাকটি একটি ডোবায় উল্টে যায়।
এ ঘটনায় আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের ৩৪ জন, আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আরও ৭ জন, একজন অভিভাবক এবং দুইজন ফুটবলপ্রেমী যুবক প্রাণ হারান।এই হৃদয়বিদারক ঘটনায় শোকাহত হয়ে পড়ে পুরো দেশ। ট্র্যাজেডিকে স্মরণীয় করে রাখতে ওই বছর আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের প্রবেশপথে নির্মিত হয় স্মৃতিস্তম্ভ ‘আবেগ’, এবং দুর্ঘটনাস্থলে নির্মাণ করা হয় আরেকটি স্মৃতিস্তম্ভ ‘অন্তিম’।
