৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে শিশু ও তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে একদিনের ব্যবধানে নয় বছরের এক শিশু ও এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, পলাতক রয়েছেন আরো এক যুবক। শুক্রবার (২৯ আগস্ট) ও শনিবার (৩০ আগস্ট) উপজেলার ইছাখালী ইউনিয়ন ও জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকায় এই ঘটনা দুটি ঘটে। জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে উপজেলার ইছাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় ৯ বছরের এক মেয়েশিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনায় জড়িত নিশান দাস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় শিশুটির বাবা মামলা দায়ের করেন৷
অন্যদিকে শনিবার দিবাগত রাতে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকায় একটি মুঠোফোন অপারেটরের সিম বিক্রয়কর্মী এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবদুল্লাহ নামে এক অটোরিকশা (সিএনজি) চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিএনজি চালক আবদুল্লাহ উপজেলার ইছাখালী ইউনিয়নের চরশরৎ এলাকার বাসিন্দা। একই ঘটনায় পলাতক রয়েছেন আজিজ নামের আরেক যুবক৷ গ্রেপ্তার ও পলাতক আসামি দুজনই সম্পর্কে মামাতো ফুফাতো ভাই ৷ এই ঘটনায় ভুক্তভোগী তরুণী থানায় মামলা দায়ের করেছেন৷
বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বলেন, ‘শিশু ও তরুণী ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাদের আদালতে পাঠানো হবে। পাশাপাশি ভুক্তভোগীদের পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

আরও পড়ুন