৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে মাইক্রোবাসের তেলের ট্যাঙ্ক থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার

মিরসরাই প্রতিনিধি: মিরসরাই থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন— নোয়াখালী জেলার সুধারাম থানার দুর্গানগর এলাকার জামাল হোসেনের ছেলে রুবেল মিয়া (৪৫) এবং একই থানার নারায়ণপুর এলাকার লিটন মিয়ার ছেলে ইলিয়াস হোসেন (২৭)।
জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মাইক্রোবাসে থাকা ওই দুজনকে গাড়ি থামানোর সিগন্যাল দিলে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু আভিযানিক দল তাদের ধরে ফেলে। এরপর তল্লাশি চালিয়ে মাইক্রোবাসের তেলের ট্যাঙ্কের ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন