মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের নিচিন্তা গ্রামের আব্দুল মজিদ মিস্ত্রির বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদল সাড়ে তিন ভরি স্বর্ণের গয়না, নগদ ৫২ হাজার টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ করে ভুক্তভোগী পরিবার৷ভুক্তভোগী নুর উদ্দীন বলেন, বৃহস্পতিবার রাত ৩টায় আমার ভাবির ঘরের দরজা ভেঙ্গে ১০ থেক ১৫ জনের একটি ডাকাতদল ঘরে ঢুকে গলায় ছুরি ধরে আমাকে জিম্মি করে ফেলে। এক পর্যায়ে ডাকাতদল আমার হাত-পা ও চোখ বেঁধে সাড়ে তিন ভরি স্বর্ণ ও ৫২ হাজার টাকা নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী নুরুল করিম বাবলু বলেন, ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের পাশে বাড়ি হওয়ার কারণে ডাকাতদল ডাকাতি করে চলে গেছে। আমাদের গ্রামের একজন ব্যক্তিও শুনে নাই। পরে মসজিদের মুয়াজ্জিন আযান দিতে উঠে কান্নার আওয়াজ শুনলে সবাই এসে দেখে তাদের ঘর ডাকাতি হয়৷
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ঘটনা শোনার সাথে সাথে দুটি টিম পাঠিয়েছি, চুরি করতে এসে বাড়ির লোকজন টের পেয়ে যাওয়ায় জিম্মি করে ঘরে ঢুকে৷ ডাকাতির ঘটনায় কোন অভিযোগ এখনো পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নিব৷

 
				




