২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে স্বেচ্ছায় সড়ক সংস্কারে কৃষকদল

মিরসরাই প্রতিনিধি : মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের মনু ভূঁইয়াপাড়া সড়কে স্বেচ্ছায় সংস্কারকাজ শুরু করেছে উপজেলা কৃষকদল। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সড়ক সংস্কারকাজের উদ্বোধন করেন মিরসরাই উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন।স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি দীর্ঘ কয়েক বছর ধরে খানাখন্দে ভরা ছিল। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠত। এতে পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে স্কুল–কলেজগামী শিক্ষার্থীদের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি।এলাকার বাসিন্দা শোয়েব হাসান বলেন, দীর্ঘদিন ধরে এই সড়ক সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন তারা। কাজ শুরু হওয়ায় এলাকাবাসী স্বস্তি পাচ্ছেন। দ্রুত কাজ শেষ হলে দৈনন্দিন যাতায়াত অনেক সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।এ বিষয়ে উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন বলেন, ‘মিরসরাইবাসীর কল্যাণ ও এলাকার উন্নয়নে তিনি সবসময় কাজ করে যেতে চান। মনু ভূঁইয়াপাড়া সড়কটি দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকায় সাধারণ মানুষের যাতায়াতে দুর্ভোগ চরমে পৌঁছেছিল। সেই ভোগান্তি লাঘবের জন্য ব্যক্তিগত উদ্যোগে সড়কটির ব্রিক সলিংয়ের কাজ শুরু করা হয়েছে বলে জানান তিনি।’
স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের ফলে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নতি হবে এবং শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দুর্ভোগ কমবে।

আরও পড়ুন