১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে রেললাইনের পাশে পড়ে ছিল অজ্ঞাতনামা যুবকের লাশ

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে রেললাইনের পাশে পড়ে থাকা অজ্ঞাতনামা যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে খৈয়াছড়া ইউনিয়নের নাথপাড়া এলাকায় রেল লাইনের পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়।ত্যক্ষদর্শী সেলিম বলেন, সকালে ঘুম থেকে উঠে রেললাইনের উপর গিয়ে দেখি, একটি লাশ পড়ে আছে পাশে। পরে মিরসরাই থানা ও চট্টগ্রাম রেলওয়ে পুলিশকে (জিআরপি) খবর পাঠালে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমি টিম পাঠিয়েছি এবং আমি নিজে এসেছি। লাশটি দেখে ধারণা করা যাচ্ছে, ট্রেন থেকে পড়ে মারা গেছে। চট্টগ্রাম রেলওয়ে পুলিশকে (জিআরপি) খবর পাঠানো হয় তারা এসে লাশ উদ্ধার করে। চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশ (জিআরপি) সহকারী উপ-পরিদর্শক রাশেদ রানা বলেন, খৈয়াছড়া নাথপাড়া এলাকায় রেল লাইনের পাশে একটি লাশ পড়ে থাকার খবর শুনে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি৷ যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি।

 

 

আরও পড়ুন