২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৩

মিরসরাই প্রতিনিধি: মিরসরাই থানা পুলিশের অভিযানে হত্যা, চুরি, মাদক ও জুয়া মামলার ১৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) গভীর রাত থেকে শনিবার (১৮ অক্টোবর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতাররাহলেন—হত্যা মামলার আসামি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার শিদলাই ইউনিয়নের লাডুচো গ্রামের সরফাত আলীর ছেলে আলমগীর হোসেন (৩৩) চুরি মামলায় খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম খৈয়াছড়া গ্রামের শামসুল আলমের ছেলে একরামুল হক (২৮); তার বিরুদ্ধে থানায় ১০টি মামলা রয়েছে।
চোলাই মদ ও ইয়াবা সেবনের অপরাধে গ্রেপ্তাররা হলেন—মিঠানালা ইউনিয়নের পশ্চিম মলিয়াইশ গ্রামের জয়নাল আবেদীনের ছেলে কামরুল হাসান বাপ্পি (৩৬), একই গ্রামের এনামুল হকের ছেলে নুর উদ্দিন সেলিম (৪০)। মধ্যম মিঠানালা গ্রামের খোরশেদ আলমের ছেলে মঞ্জুরুল হক রানা (৩৪), মঘাদিয়া ইউনিয়নের তিনঘরিয়া টোলা গ্রামের মনিন্দ্র কুমার দাসের ছেলে স্বপন কুমার দাস (৫০) এবং মিঠানালা ইউনিয়নের মৃত রুহুল আমিনের ছেলে দেলোয়ার হোসেন (৫৮)।এই সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি ২ লিটার চোলাইমদ, ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মদক দ্রব্য সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
এছাড়া প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তাররা হলেন— মিঠানালা ইউনিয়নের পশ্চিম মলিয়াইশ গ্রামের ছৈয়দুল হকের ছেলে শাহাদাত হোসেন মামুন (৪৮), একই গ্রামের আবুল বাশারের ছেলে নুরুল ইসলাম মনাই (৫৫), মৃত অহিদুল রহমানের ছেলে মো. রফিকুল ইসলাম (৫০),মঘাদিয়া ইউনিয়নের শেখটোলা গ্রামের মৃত শেখ আহম্মদের ছেলে আবুল কালাম (৪৮), একই গ্রামের মৃত আবু বক্করের ছেলে আবু তাহের (৬০) এবং গজারিয়া গ্রামের মৃত শফিউল্লাহ ছেলে বাচ্চু মিয়া (৫৬) ।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল রহমান গণমাধ্যমকে জানান, উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি, পেশাদার চোর ও মাদক মামলার আসামিসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক, জুয়া ও চুরি-ডাকাতি প্রতিরোধে মিরসরাই থানার পুলিশ সবসময় তৎপর। সমাজে আইন-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের সবাইকে শনিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন