১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে দুর্ঘটনার ১০ ঘণ্টা পর চালকের মরদেহ উদ্ধার

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়া তেলবাহী গাড়ির নিচ থেকে হাবিব উল্লাহ (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২২ জুন) দিবাগত রাত ১২টার দিকে তার মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। হাবিব উল্লাহ দুর্ঘটনাকবলিত ওই রোলারের চালক ছিলেন।তিনি মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় নতুন বাজার এলাকার বাসিন্দা।
এর আগে, রবিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার জামালের দোকান এলাকায় একটি তেলবাহী ভাউচার চলন্ত রোলারের পেছনে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে ইঞ্জিন কেবিনে আগুন ধরে যায়।
ঘটনার পর মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ভাউচারে থাকা হেলপারকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ভাউচারচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। একই সময় থেকে রোলার চালক নিখোঁজ ছিলেন।পরে রাত ১২টার দিকে ক্রেনের সহায়তায় তেলবাহী ভাউচারটি উদ্ধার করা হলে নিচে চাপা পড়া অবস্থায় হাবিব উল্লাহর মরদেহ উদ্ধার করা হয়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার এএসআই কামাল উদ্দিন বলেন, ‘দুর্ঘটনার পর থেকেই রোলার চালক নিখোঁজ ছিলেন। রাতে গাড়ি সরানোর পর তার মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি থানা হেফাজতে নেয়া হয়েছে এবং এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে।’

আরও পড়ুন