২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে জেড ফোর্সের দুই সদস্যের স্মরণে শোকসভা

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় আবুতোরাব জেড ফোর্সের দুই সদস্য সাখাওয়াত হোসেন রিপন ও মোহাম্মদ রিপন এর মৃত্যুবার্ষিকী স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বিকালে আবুতোরাবের একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠি হয়।শোকসভায় সভাপতিত্ব করেন জেড ফোর্সের নির্বাহী সদস্য মো. নাজিম উদ্দিন ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন জেড ফোর্সের প্রধান দলনেতা এম হেলাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাহী পরিষদ সদস্য আব্দুল কাইয়ুম, জামশেদ আলম চৌধুরী তপু, নুর মোহাম্মদসহ স্থানীয় জেড ফোর্সের সকল নেতৃবৃন্দ।বক্তারা প্রয়াত দুই সদস্যের অবদান স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ পাঠ করেন।

আরও পড়ুন