মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলার পশ্চিম মিঠানালার প্রবীণ শিক্ষক আব্দুল হক নিজামী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৩০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯০ বছর।প্রবীণ শিক্ষক আব্দুল হক নিজামী মিরসরাইয়ের ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা গ্রামের রহিম উল্লাহ হাফেজ বাড়ির মৃত হাবিব উল্লাহর ছেলে। তিনি দীর্ঘসময় রহমতাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
মরহুমের বড় ছেলে সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও চট্টগ্রাম-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান জানান, তার বাবা দীর্ঘদিন হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। তিনি দেশবাসীর কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন। মৃত্যুকালে স্ত্রী, ৫ ছেলে, ২ মেয়ে এবং আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন প্রবীণ শিক্ষক আব্দুল হক নিজামী।
