১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মিরসরাইয়ের জামালপুর কালীবাড়ী মন্দিরে মহোৎসব ১৮-১৯ ডিসেম্বর

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রাম মিরসরাই উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নে অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের প্রাচীনতম উপাসনালয় জামালপুর শ্রী শ্রী কালীবাড়ী মন্দিরে আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর ২০২৫ ইং (২ ও ৩ পৌষ ১৪৩২ বাংলা) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৪তম অষ্ট প্রহরব্যাপী নামসংকীর্তন যজ্ঞ ও সর্বজনীন মহোৎসব।জামালপুর শ্রী শ্রী কালীবাড়ী মন্দির পরিচালনা কমিটি ও মহোৎসব উদযাপন কমিটির উদ্যোগে মন্দির প্রাঙ্গণে দুই দিনব্যাপী এ ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হবে। প্রথম দিন বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে লীলা কীর্তন পরিবেশন করবেন শ্রীযুক্ত বাবু সৌরভ সাহা (দামপাড়া, চট্টগ্রাম)। একই দিন রাত ৮টা থেকে অধিবাস কীর্তন পরিবেশন করবেন কীর্তনীয়া গৌপি গোস্বামী।
দ্বিতীয় দিন শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোর ব্রহ্মমুহূর্ত থেকে অষ্ট প্রহরব্যাপী নামসংকীর্তন যজ্ঞ শুরু হবে। এ উপলক্ষে নামসুধা বিতরণসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নামসংকীর্তনে অংশ নেবে শ্রী কৃষ্ণ পূজা সম্প্রদায় (গোপালগঞ্জ), শ্রী দুর্গা সম্প্রদায় (পটুয়াখালী), শ্রী রাখাল সম্প্রদায় (বরিশাল) এবং শ্রী দ্বাদশ গোপাল সম্প্রদায় (বরিশাল)। এদিন দুপুর ২টায় ঘটিকায় মহাপ্রসাদ আশ্বাদন অনুষ্ঠিত হবে।
উৎসব পরিচালনা কমিটির সভাপতি প্রখর কুমার দে ও সাধারণ সম্পাদক কালাচাঁন দে জানান, “দীর্ঘদিনের ঐতিহ্য বহনকারী জামালপুর শ্রী শ্রী কালীবাড়ী মন্দিরের এ অষ্ট প্রহরব্যাপী নামসংকীর্তন ও মহোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল নিদর্শন। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।”
তাঁরা আরও জানান, এ মহোৎসবের মাধ্যমে ভক্তবৃন্দের মধ্যে ভক্তি ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে বলে তাঁদের বিশ্বাস। একই সঙ্গে ধর্মপ্রাণ ভক্তবৃন্দসহ সর্বস্তরের মানুষকে স্ববান্ধবে উপস্থিত থেকে মহোৎসবকে সফল করার জন্য আন্তরিক আহ্বান জানান আয়োজকরা।

আরও পড়ুন