১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ১০

টেকনাফ প্রতিনিধি: মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে বিপুল পরিমাণ ইউরিয়া সারসহ ১০ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড। সেন্টমার্টিন সংলগ্ন ছেঁড়া দ্বীপের কাছে বঙ্গোপসাগরে ইঞ্জিনচালিত একটি কাঠের নৌকা থেকে ওই সার জব্দ করা হয়।
আজ শুক্রবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচএমএম হারুন-উর-রশিদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ছেঁড়া দ্বীপের কাছে বৃহস্পতিবার রাতে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে সন্দেহজনক অবস্থায় দেখতে পায় কোস্টগার্ডের জাহাজ ‘তাজউদ্দিন’।
তিনি আরও জানান, নৌকাটি তল্লাশি করে ৬০০ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়। সারগুলো শুল্ক ছাড়াই রাখাইন রাজ্যে পাচার করা হচ্ছিল। এ সময় ওই নৌকা থেকে ১০ জনকে আটক করা হয়। আটক ১০ জন কক্সবাজার ও চট্টগ্রামের বাসিন্দা বলে জানান তিনি।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-উর-রশিদ বলেন, ‘বঙ্গোপসাগরে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা চলমান থাকায় ওই এলাকায় নৌকার উপস্থিতি থাকার কথা ছিল না। কোস্টগার্ড নৌকাটিকে থামার সংকেত দিলে তারা দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে নৌকাটিকে আটক করা হয়।’
নৌকাটি ও আটক ১০ জনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দ করা সার টেকনাফ কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।

আরও পড়ুন